fbpx

করোনায় আরও ২০৯ জন রোগী শনাক্ত এবং মৃত্যু ৭ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০৯ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে এবং আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ০৭ জনের।

দেশে করোনা বিপর্যয় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১দিনে যত মৃত্যু-আক্রান্ত শনাক্ত হয়েছে, তার মধ্যে এটাই সর্বোচ্চ।

আজ ১৪ এপ্রিল,মঙ্গলবার দুপুর ২ঃ৩০ টার দিকে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তন থেকে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিং-এ এই তথ্য জানান স্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯০৫ জনের। এর মধ্যে ২০৯ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত সংখ্যা ১০১২ জন। আর মোট মৃত্যুর সংখ্যা ৪৬ জন।

Facebook Comments