fbpx

কলকাতায় আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’

করোনাভাইরাসের কারণে পুরো ভারতে চলছে ২১ দিনের লকডাউন। এই লকডাউনের মধ্যে ঘরবন্দী মানুষের বিনোদনের জন্য বেছে নেওয়া আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘সেই তুমি’।

কিংবদন্তি ব্যান্ড তারকার আইয়ুব বাচ্চু বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও ছিলেন সমান জনপ্রিয়। তার প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছিলেন কবীর সুমন, অনুপম রায়সহ আরও অনেক তারকা। এবার আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান নিয়ে শুরু হয়েছে অনলাইন লকডাউন প্রজেক্ট। আর এ প্রজেক্টের উদ্যোগ নিয়েছে আইয়ুব বাচ্চুর একজন ভক্ত ও সঙ্গীতপ্রেমী সায়ক দাস।

জানা গেছে, আনলাইনে লকডাউন আয়োজনের অংশ হিসেবে ভারতের শতাধিক তরুণ শিল্পী ও সংগীতপ্রেমীরা গানটি গেয়ে প্রকাশ করেছে ফেসবুকে। এই আয়োজনের কল্যাণে নতুন করে আইয়ুব বাচ্চুর গাওয়া ‘সেই তুমি’ গানটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় গণমাধ্যমে সায়ক দাস বলেন, কলকাতায় অনেকের মুখেই ‘সেই তুমি’ গানটি শোনা যায়। আমরা প্রিয় এ গানটিকে আরও মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। তাই এমন উদ্যোগ নিয়েছি। তিনি জানান, শতাধিক গাওয়া গানের মধ্যে ২০টির মতো ভিডিও গান নিয়ে আরেকটি ভিডিও শিগগিরই প্রকাশ করা হবে।

এর আগে অঞ্জন দত্তের কালজয়ী ‘বেলা বোস’ গানটি নিয়ে কলকাতা পুলিশের জনসচেতনতামূলক প্রচারণা অনলাইনে ভাইরাল হয়।

Facebook Comments