fbpx

ইউরোপা লিগের ম্যাচ স্থগিত করা হয়েছে

নোভেল করোনা ভাইরাসের কারণে ইউরোপা লিগে শেষ ষোলোর দুটি ম্যাচই স্থগিত করেছে উয়েফা। সেভিয়া-রোমার ও গেতাফে-ইন্টার মিলানের ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে। ইউরোপিয়ান শীর্ষ ফুটবল সংস্থা উয়েফা এই ঘোষণা দেয়। স্প্যানিশ (এএফই) ও ইতালির (এআইসি) খেলোয়াড়দের সংগঠন উয়েফাকে অনুরোধ জানিয়েছে এই দুই দেশের দলগুলোর মধ্যে সব খেলা স্থগিত করতে।

দর্শকশূন্য মাঠে খেলার চেয়ে ম্যাচ স্থগিতের অনুরোধ জানিয়েছে এএফই। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ইতোমধ্যে ইউরোপের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার বেশ কিছু ম্যাচ স্থগিত করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে মাঠে দর্শক প্রবেশ। বর্তমানে ইউরোপে যে ফুটবল ম্যাচগুলো হচ্ছে প্রায় সবই দর্শকশূন্য স্টেডিয়ামে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত সব ধরনের খেলাধুলা বন্ধ ঘোষণা করেছে ইতালি।

চীনের পর ইতালিতে সবচেয়ে বেশি ছড়িয়েছে নোভেল করোনা ভাইরাস। এর প্রাদুর্ভাবে অবরুদ্ধ ইতালিতে এক দিনেই ১৬৮ জনের মৃত্যু হয়েছে; মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে।

একই কারণে পেছানো হয়েছে ফিফা কনগ্রেস। জুনের পরিবর্তে ফিফার ৭০তম কনগ্রেস বসবে ১৮ সেপ্টেম্বর।

Facebook Comments