fbpx

একই সিনেমায় বলিউডের শীর্ষ তিন গ্ল্যামার অভিনেত্রী !

বলিউডের অভিনেতাদের বন্ধুত্ব নিয়ে একাধিক সিনেমা নির্মিত হয়েছে। তবে অভিনেত্রীদের ক্ষেত্রে তেমন একটা হয়নি।

সেই অভাব ঘুচিয়ে বলিউডে শীর্ষ তিন গ্ল্যামার অভিনেত্রীকে এবার এক ফ্রেমে আনতে যাচ্ছেন নির্মাতা ফারহান আখতার।

মঙ্গলবার (১০ আগস্ট) নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন ‘ডন’খ্যাত এই নির্মাতা। সিনেমার নাম ‘জি লে জারা’। সিনেমাটিতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় তিন নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে।

তিন নারীর ভ্রমণ ট্রিপের উপর ভিত্তি করে সাজানো হয়েছে ‘জি লে জারা’ সিনেমার প্রেক্ষাপট। সিনেমাটির গল্প লিখেছেন জোয়া আখতার, রীমা কাগতি এবং নির্মাতা নিজেও। রিতেশ সিধওয়ানির সঙ্গে প্রযোজনাও করতে যাচ্ছেন তারা তিনজন। আগামী বছর সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। আর মুক্তি পাবে ২০২৩ সালে।

Facebook Comments