fbpx

দীপিকা যে কারণে বানসালির প্রস্তাব ফেরালেন

বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। তার পরবর্তী সিনেমা ‘বাইজু বাওরা’র কাজ শুরু করেছেন। এতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। নির্মাতা চাইছিলেন আবারো রণবীর-দীপিকা জুটিকে পর্দায় আনতে। কিন্তু স্বামীর সমান পরিশ্রমিক না পাওয়ায় এই সিনেমা করবেন না বলে জানিয়েছেন দীপিকা।

দীপিকা বলিউডে পারিশ্রমিক বৈষম্য নিয়ে বেশ সোচ্চার। ‘ছপাক’ সিনেমার সহ-প্রযোজক ছিলেন তিনি। সাংবাদিক সম্মেলনে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রযোজনার জন্য রণবীর সিং কি তাকে অর্থ দিয়েছেন? প্রশ্নের তীব্র বিরোধিতা করেছিলেন দীপিকা। পাল্টা প্রশ্ন করেছিলেন, তিনি যেখানে প্রযোজক, কেন স্বামী তাকে অর্থ দেবেন।

কবীর খানের ‘৮৩’ সিনেমায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার শুটিং সারছেন তিনি। শুধু তাই নয়, হৃতিকের সঙ্গে ‘ফাইটার’এবং প্রভাসের সঙ্গে নাগ অশ্বিনের একটি সিনেমায় অভিনয় করছেন দীপিকা।

Facebook Comments