fbpx

করোনায় আক্রান্ত বাংলাদেশ দলের কোচ জেমি ডে

নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিকরা। কিন্তু এর আগেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। করোনায় আক্রান্ত হয়েছেন দলের হেড কোচ জেমি ডে। যে কারণে আজ রবিবার সকালের অনুশীলনও বাতিল করা হয়েছে।

নেপালের বিপক্ষে ম্যাচের পর দিনই দলের সবার করোনা পরীক্ষা করা হয়েছিল। তাদের মাঝে সেখানে শুধু ডেই পজিটিভ হয়েছেন। ডে বাংলা ট্রিবিউন কে বলেছেন, ‘ফল পজিটিভ এসেছে। সঙ্গে একটু ঠাণ্ডাও লেগে আছে। আবার পরীক্ষা করতে হবে। এছাড়া আমি ভালো আছি।’

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘ডের করোনা ফল পজিটিভ এসেছে। এই কারণে সকালের অনুশীলন বাতিল হয়েছে। এছাড়া ও বলছিল শরীরটা একটু খারাপ লাগছে। এখন ডে সবার থেকে আলাদাই থাকছে। আমরা আবারও ওর করোনা পরীক্ষা করবো।’

 

Facebook Comments