fbpx

সালমানের বিশেষ উদ্যোগ

নতুন ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ এর জন্য কোনওরকম কমতি রাখতে চাইছেন না সালমান খান। শোনা যাচ্ছে, এই ছবির অ্যাকশন দৃশ্য নির্দেশনার জন্য ভাইজান দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় স্টান্ট ডিরেক্টর কন টাই হো’কে রাজি করিয়েছেন।

ছবির একটি বিশেষ দৃশ্যে সালমানের সঙ্গে ভিলেনের লড়াইয়ের দৃশ্যকে নতুন চমকে হাজির করার ইচ্ছা রয়েছে নির্মাতাদের। আর সেই দায়িত্বই দেওয়া হয়েছে ওই স্টান্ট নির্দেশককে। ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে রণদীপ হুদাকে। গত বছর নভেম্বরেই টিমের সঙ্গে মিটিং সারতে ভারতে এসেছিলেন কন টাই। ছবিতে এক খলচরিত্রে দেখা যেতে পারে স্বয়ং কন টাইকে। এমনকি পর্দায় সালমানের সঙ্গে তাকে লড়তেও দেখা যাবে।

 

Facebook Comments