fbpx

ভালো নেই সৌমিত্র, অবস্থা এখনো সঙ্কটজনক

সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা এখনও সঙ্কটজনক। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে অক্সিজেনের মাত্রা বাড়াতে রাতেই বাইপ্যাপ ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে তাকে। গত ৪৮ ঘণ্টায় সৌমিত্রর স্নায়বিক অবস্থার কোনও উন্নতি হয়নি। তিনি অধিকাংশ সময়ই অচেতন থাকছেন। তন্দ্রাচ্ছন্ন ভাব কাটেনি বর্ষীয়ান অভিনেতার।

তার স্নায়ুর অস্থিরতাও চিকিৎসকদের চিন্তায় রেখেছে। শরীরের অধিকাংশ অঙ্গপ্রত্যঙ্গ যদিও ঠিকভাবেই কাজ করছে, তবে নতুন করে জ্বর এসেছে তার। এই জ্বর নিয়ে চিন্তিত চিকিৎসকরা। এ ছাড়াও প্রবীণ অভিনেতার একাধিক কোমর্বিডিটি রয়েছে। সোমবার এমআরআই হয়েছে সৌমিত্রর।  রিপোর্ট স্বাভাবিক।

এখনও কোনও লাইফ সাপোর্ট সিস্টেমে রাখতে হয়নি তাকে, তবে স্নায়বিক অবস্থার উন্নতি না হলে ভেন্টিলেশনে দেওয়ার কথা ভাবছেন চিকিৎসকরা। পনেরো সদস্যের মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে আছেন প্রবীণ অভিনেতা।

Facebook Comments