fbpx

করোনায় গত ২৪ ঘন্টায় আরও ২৪ মৃত্যু, নতুন শনাক্ত ১১৯৩

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৫২৪ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১১৯৩ জন। মোট শনাক্ত ৩ লাখ ৭৮ হাজার ২৬৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৯৫ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৮৬০ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১০৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫০৪টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ৪৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২০ লাখ ৭০ হাজার ৯৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

 

Facebook Comments