fbpx

৮ বছর পর পর্দায় ফিরছেন দেবশ্রী

ওয়েব সিরিজ়ে ডেবিউ করতে চলেছেন দেবশ্রী রায়। প্রায় আট বছর পরে পর্দায় ফিরবেন অভিনেত্রী। ফেরার কারণ প্রসঙ্গে দেবশ্রী বললেন, ‘‘সিরিজ়েই ভাল কাজ হচ্ছে এখন। আমিও খুব সিরিজ় দেখি।’’

‘মেড ইন হেভেন, ‘আউট অব লাভ’, ‘ফোর মোর শটস’ তার পছন্দের ওয়েব সিরিজ়। জানালেন, এত দিন কাজ করার মতো স্ক্রিপ্ট পছন্দ হচ্ছিল না।

‘‘এই বাংলা সিরিজ়টি থ্রিলার নির্ভর, যেখানে আমি একজন লেখকের ভূমিকায় রয়েছি। চরিত্রটা খুবই ইন্টারেস্টিং,’’ বললেন দেবশ্রী।

স্ক্রিপ্ট সম্পূর্ণ হলেই বাকি কাস্টিং পাকা হবে। নভেম্বরেই সিরিজ়ের শুটিং শুরু হওয়ার কথা। তবে দেবশ্রী নিজেই আরও সময় চেয়েছেন। পুজোর পর করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে শুটিংয়ের কী হবে, তা নিয়েও ভাবছেন অভিনেত্রী।

 

Facebook Comments