fbpx

করোনায় আক্রান্ত ভারতীয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি

করোনায় আক্রান্ত ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। এই মুহূর্তে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন।

প্রথমে শ্বেতা তিওয়ারির অসুস্থ হয়ে পড়ার খবর শোনা গেলেও, তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যাচ্ছিল না। পরে শ্বেতা নিজেই তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার খবর জানান। শ্বেতা সাক্ষাৎকারে আরও জানান, হ্যাঁ, আমার টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।

গত ১৬ই সেপ্টেম্বর থেকেই আমার কাশি ও গলা ব্যাথা ছিল। শ্বেতা জানান, বাড়িতেই একটি আলাদা ঘরে আমি রয়েছি। প্রচুর পানি খাচ্ছি। প্রথম তিনদিন খুব কষ্ট হয়েছে। তবে এখন অনেকটাই ভালো আছি। ১৭ তারিখে আমার প্রথম টেস্ট হয়। আবার ২৭ তারিখে টেস্ট করা হবে। ১ অক্টোবর পর্যন্ত বাড়িতে বন্দি থাকতে হবে।

Facebook Comments