fbpx

টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করলো জুম

কল ব্যবহারকারীদের জন্য টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করলো জুম। জুমবোম্বিং ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

নতুন ফিচারটি চালু করলে, ব্যবহারকারীদেরকে মোবাইল অথেনটিকেটর অ্যাপ, এসএমএস অথবা ফোন কলের মাধ্যমে অন-টাইম কোড প্রদান করার সুযোগ দেবে। ফলে যথাযথ কোড প্রদান না করলে তিনি জুম ব্যবহার করতে পারবেন না।

এর মাধ্যমে চুরি যাওয়া কিংবা রিসাইকেলড ক্রেডেনশিয়ালের মাধ্যমে হ্যাকারদের হ্যাকিং প্রচেষ্টার ঘটনা হ্রাস পাবে। জুমের ওয়েব পোর্টাল, ডেস্কটপ ক্লায়েন্ট, মোবাইল অ্যাপ এবং জুম জুমে এই টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা হয়েছে।

গুগল অথেনটিকেটর, মাইক্রোসফট অথেনটিকেটর ও ফ্রিওটিপি এর মতোই এতেও সময়ভিত্তিক ওয়ান-টাইম পাসওয়ার্ড প্রোটোকল (পিওটিপি) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

Facebook Comments