fbpx

ম্যান সিটিতে যোগ দিলেন ফেরান তোরেস

আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার উইঙ্গার ফেরান তোরেস।

গেল কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন ফেরান তোরেস। ২০ বছর বয়সী এ উইঙ্গারকে দলে ভেড়াতে বেশ আগ্রহী ছিলো ক্লাব কর্তৃপক্ষ। অবশেষে সে চেষ্টায় সফল হয়েছে সিটিজেনরা। তোরেসকে ছেড়েছে ভ্যালেন্সিয়া। এ মৌসুমে ভ্যালেন্সিয়ার হয়ে ৩৪ ম্যাচ খেলে চারটি গোল করার পাশাপাশি ৫টি গোলে সহায়তাও করেছেন এ উইঙ্গার।

২০ দশমিক ৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে সিটিতে যোগ দিয়েছেন তোরেস। গ্রীষ্মকালীন দলবদলে এটিই এবারের মৌসুমে প্রথম আনুষ্ঠানিক দলবদল ম্যানচেস্টার সিটির।

Facebook Comments