fbpx

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৫ জনের, শনাক্ত ২৯৬০ জন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩০০০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৯৬০ জন। সবমিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ১৮৫ জনে।

আজ মঙ্গলবার দুপুর ২ঃ৩০ মিনিটের দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৩১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ লাখ ২৭ হাজার ৪১৪ জন।

তিনি আরও জানান, সারাদেশে ৮১ টি ল্যাব আছে। সরকারি ব্যবস্থাপনায় ৪৯ টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ টি ল্যাব চালু আছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭০ টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭১৪ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৩৭ হাজার ১৩১ টি।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭১৩ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৩২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৪৮ হাজার ৪৮৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ২৯ হাজার ৫১১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৯৮৮ জন।

Facebook Comments