fbpx

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫৪৮ জন

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮৩৬ জনের।

নতুন করে শনাক্ত হয়েছে ২৫৪৮ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জনে।

আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২ঃ৩০ মিনিটে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন।

তিনি আরও জানান, সারাদেশে ৮০টি ল্যাব আছে। সরকারি ব্যবস্থাপনায় ৪৮টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩২টি ল্যাব চালু আছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৬১টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৯১ হাজার ৩৪টি।

এছাড়াও, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭০৯ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৯৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৪৫ হাজার ৯১০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৯৭০ জন।

Facebook Comments