fbpx

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫০ জন, শনাক্ত ২৮৫৬ জন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮০১ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ২৮৫৬ জন। সবমিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ১১০ জনে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২ঃ৩০ মিনিটে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, সারাদেশে সরকারি ব্যবস্থাপনায় ৪৮ টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ টি ল্যাব চালু আছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯২ টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৩৯৮ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৭৯ হাজার ৭ টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০০৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২০৮ জন।

এছাড়াও, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৯৭ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৩৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৪৫ হাজার ২০১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ২৬ হাজার ৩৪১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৮৬০ জন।

Facebook Comments