fbpx

করোনা শীতে আরও ভয়ংকর হয়ে উঠতে পারে

যুক্তরাজ্যে শীতে নভেল করোনা ভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণে এক লাখ ২০ হাজার মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির বিজ্ঞানীরা। তবে দ্রুততর সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এ মৃত্যুর সংখ্যা কমে আসবে বলে মনে করছেন তারা।

এতে বিজ্ঞানীরা বলছেন, আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পরিস্থিতি আরও খারাপ রূপ ধারণ করতে পারে। শীত মৌসুমে ব্রিটেনে করোনায় আরও ১ লাখ ২০ হাজার মানুষ মৃত্যুবরণ করতে পারে। তবে এ মডেল তৈরিতে সম্ভাব্য লকডাউন, ভ্যাকসিন কিংবা চিকিৎসাকে বিবেচনায় নেওয়া হয়নি। বিজ্ঞানীরা আরও বলছেন, করোনা পরিস্থিতির ঝুঁকি কমিয়ে আনা যেতে পারে যদি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়।

তবে এই সংক্রমণ মডেলের ক্ষেত্রে লকডাউন, চিকিৎসা কিংবা ভ্যাকসিনের মতো প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি। বিজ্ঞানীরা বলছেন, প্রতিরোধমূলক পদক্ষেপ নিলে মৃত্যু কমিয়ে আনা সম্ভব হবে।

গবেষকদলের প্রধান ও ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের ইমিউনোফার্মাকোলজির অধ্যাপক স্টিফেন হোলগেট গার্ডিয়ানকে বলেন, ‘শীতকালে কোভিড-১৯ রোগে মৃত্যু বাড়বে। কিন্তু এখনই যদি আমরা ব্যবস্থা নিতে পারি তাহলে সেই ঝুকি কমানো সম্ভব। কম আক্রান্তের এ সময়টাকে ভয়াবহ সে সময়ের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ হিসেবে নিতে হবে।’

এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ ৯০ হাজার ১৩৩ জন এবং মারা গেছে ৪৪ হাজার ৮৩০ জন।

Facebook Comments