fbpx

বিএসএফ সদস্যদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে এক বাংলাদেশি মারা গেছেন। নিহত বাংলাদেশি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আয়নালের ছেলে জাহাঙ্গীর। গুলিতে আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের শফিকুলের ছেলে সুমন (২০) ও এনামুল সরকারের টোলার মৃত বুদ্ধুর ছেলে সেলিম (২১)। নিহত সেলিমের বাবা বুদ্ধু ২০০৮ সালে পদ্মার জলসীমায় অনুপ্রবেশকারী বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। জানা গেছে, গুলিবিদ্ধ দুজনের মধ্যে একজন বাংলাদেশি ও আরেকজন ভারতীয় নাগরিক। তারা রাজশাহীতে অজ্ঞাত কোনো ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় একাধিক সূত্রের মাধ্যমে জানা যায়, শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে তেলকুপি সীমান্ত ফাঁড়ি সংলগ্ন সীমান্ত এলাকায় জাহাঙ্গীর অবস্থান করছিলেন। এ সময় বিএসএফের সঙ্গে তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে ভারতের চুরি অনন্তপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

শাহবাজপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড ইউনিয়ন সদস্য মোফাজ্জল হোসেন বিএসএফের গুলিতে জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান জানান, আমি শুনেছি দুইজন নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের লাশ কোথায় আছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আহত দুই জনের বিষয়ে কোন তথ্য আমাদের কাছে নেই।

Facebook Comments