fbpx

করোনা মুক্ত হয়ে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী

করোনা জয় করে হসপিটাল থেকে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রীর একান্ত সচিব গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ (২৭ জুন) হাসপাতাল ছেড়ে ঢাকার নিজ বাসায় ফিরে যান মন্ত্রী। ভর্তির পর থেকেই চিকিৎসকরা প্রতিনিয়ত তার চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে আরও কয়েকবার করোনা টেস্ট করিয়েছেন, প্রতিবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। তবে ডাক্তারদের পরামর্শে আরও ১৫ দিন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আইসোলেশনে থাকবেন বলেও জানান তিনি।

এর আগে, করোনায় আক্রান্ত হয়ে গত ১৭ জুন সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Facebook Comments