fbpx

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

সীমান্তবর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকায় শীর্ষ মাদক কারবারি ও এক ডজন মাদক মামলার অন্যতম আসামি মিন্টু র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, আজ রাত ৩টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তবর্তী রতনপুর এলাকায় গোপনে মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে আকস্মিক অভিযান চালান র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা র‌্যাব সদস্যদের উদ্দেশ্যে গুলি ছুড়তে শুরু করলে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এর একপর্যায়ে মাদক কারবারিরা অন্ধকারে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে মাদক কারবারি মিন্টুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নিহত মিন্টুর বিরুদ্ধে পাঁচবিবি থানাসহ বিভিন্ন থানায় এক ডজন মাদক মামলা রয়েছে।

Facebook Comments