fbpx

ময়মনসিংহে করোনা আক্রান্তের সংখ্যা ১২’শ ছাড়িয়েছে

ময়মনসিংহে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ২’শ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৪৫ জন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২০৪ জনে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে করোনায় আক্রান্ত ১৪৫ জনের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার ১১০ জন, ত্রিশালের ১৪, ধোবাউড়ার ১০, গফরগাঁও ও নান্দাইলের চারজন করে, ভালুকার দুই ও ফুলপুরের একজন রয়েছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন বলেন, জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮৩২ জন আইসোলেশনে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা বিবেচনায় ১০ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫০ জন। মৃত্যু হয়েছে ১২ জনের।

Facebook Comments